বিপিএলে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কোনো ম্যাচ না থাকায় দলগুলো অনুশীলন করেছে কিছুটা ফুরফুরে মেজাজে। আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস ফুটবল খেলে নিজেদের প্রস্তুতি সেশনে ঘাম ঝরিয়েছে।
মিরপুরের একাডেমি মাঠে দুই দলে ভাগ হয়ে একটি ফুটবল ম্যাচ খেলেছেন ঢাকার অধনায়ক সাকিব আল হাসান আর ইংলিশ ক্রিকেটার ইয়ান বেলরা। খেলায় সাকিব ও বেল ছিল ভিন্ন ভিন্ন দলে। যদিও ম্যাচটিতে ২-০ গোলে সাকিবের দলের কাছে হেরেছেন তিনি কিন্তু খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেল যা জানালেন তা সত্যিই খুব চমকপ্রদ। তার মতে সাকিবদের খেলা দেখে তার মনে হয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের সাথে খেলছেন তারা!
বেল বলেন, ‘সাকিবরা আমাদের হারিয়েছে, তাদের খেলা দেখে মনে হয়েছে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে।’
এখন পর্যন্ত বিপিএলে ঢাকা দুটি ম্যাচ খেলে ফেলেছে এবং দুটিতেই প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে হারিয়েছে কিন্তু কোনো ম্যাচেই এখনও মাঠে নামা হয়নি ইংলিশ ক্রিকেটার বেলের। ৩৬ বছর বয়সী বেল জানালেন মাঠে না খেললেও এই জয় নিয়ে তিনি স্বস্তিতেই রয়েছেন, ‘বাংলাদেশে সময়টা খুব উপভোগ করছি। এই সপ্তাহটা আমাদের দারুণ গেছে, দুটি জয়ে শুরু। এমন শুরুটা আমিও উপভোগ করছি। আশা করছি হয়তো আমিও কিছু খেলার সুযোগ পাবো। তবে আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছে।’
একাদশে জায়গা না পেলেও বেলের কথায় তেমন কোনো আক্ষেপ দেখা গেলোনা! বেল বলেন, ‘যারা খেলছে তারা সবাই দুর্দান্ত খেলছে। আমি সুযোগ পেলে ভালো তবে যদি না পাই তাহলেও সমস্যা নেই। আমি আরও বেশি শেখার সুযোগ পাবো, অনুশীলন করবো যত পারি। এখানকার সুযোগ সুবিধাও ভালো। আমরা ভাগ্যবান এই দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। ওরা যেভাবে খেলছে তাতে একাদশে সুযোগ পাওয়া বেশ কঠিন।’
শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। বেল আশাবাদ করেন এই ম্যাচে ভালো করবে ঢাকা, ‘কালকের ম্যাচটি বড় দলের বিপক্ষে, ওদের খেলোয়াড়রাও বেশ শক্তিশালী। তাদের অনুশীলনের মাত্রা ভালো। আশা করছি ভালো একটি ম্যাচ হবে কাল। বিশ্বের সেরাদের বিপক্ষে খেলতে হবে এমন কামনাই সবাই করে। মনে হচ্ছে কালকের ম্যাচ উপভোগ্য হবে।’