আর মাত্র চারদিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে গতকাল শনিবার রাতে ঢাকা ছেড়েছেন চার ক্রিকেটার। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন। যেতে পারেননি সাকিব আল হাসান। কারণ বাঁহাতের আঙুলে চোট পেয়ে চিড় ধরায় যাওয়া হচ্ছেনা তাঁর।
নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। আর খেলাটি যেহেতু হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতেই সে কারণে ব্যাপারটি আরো কঠিনতর হয়ে গেছে। ১০ টি ওয়ানডে সহ নিউজিল্যান্ডের মাটিতে মোট ২১ টি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে টাইগাররা। কখনোই জিততে পারেনি তাদের মাটিতে।
দেশ ছাড়ার আগে মাশরাফি তাই জানালেন সাকিবকে ছাড়া নিউজিল্যান্ড সফরটা বেশ কঠিনই হবে।
তবে মাশরাফি আশা প্রকাশ করেন সম্প্রতি সাকিবকে ছাড়া যেহেতু কিছু ম্যাচ খেলেছে বাংলাদেশ দল সে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে তারা। শনিবার রাতে বিমানবন্দরে মাশরাফি বলেন, ‘নিউজিল্যান্ড সফর সাকিবকে ছাড়া আরও কঠিন হবে। তবে গতবছর তাকে ছাড়া বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে আমাদের। চেষ্টা থাকবে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর।’
বিপিএল শেষ হতে না হতেই কোনোরূপ বিশ্রাম বা প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ডের মতো দলের সাথে সিরিজ স্বাভাবিক নয় মনে করছেন মাশরাফি তবে মেনে নেয়া ছাড়া উপায়ও তো নেই।
তিনি বলেন, ‘ব্যাপারটি আমাদের জন্য ঠিক আদর্শ পরিস্থিতি নয়। খেলা নিউজিল্যান্ডে না হয়ে বাংলাদেশে হলেও একটা কথা ছিল। প্রস্তুতির জন্য দুই দিন সময় পাওয়া যাবে। এর মধ্যে চেষ্টা করবো যতদূর সম্ভব মানিয়ে নেয়া যায়।’
বাংলাদেশ ওয়ানডে দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
বাংলাদেশ টেস্ট দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন চৌধুরী।