চার দিনের ব্যবধানে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় এল ক্লাসিকো জয় করল বার্সেলোনা। বুধবার প্রথমটিতে ৩-০ গোলে হারার পর কোপা দেল রে থেকে ছিটকে যেতে হয়েছিল লস ব্ল্যাঙ্কোসদের। এবার শনিবার লা লিগার দ্বিতীয় লেগে রিয়ালকে ১-০ গোলে হারালো বার্সেলোনা। এর আগে বার্সার ঘরের মাঠে লা লিগার প্রথম লেগের ম্যাচে রিয়ালকে ৫-১ গোলে হারিয়েছিল কাতালানরা।
কোপা দেল রে’র দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই গোলের দেখা পায় কাতালান ক্লাবটি। শনিবার ম্যাচের ২৬ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ইভান রাকিটিচ। ডানদিক থেকে বল ধরে ডি বক্সে পৌঁছে কুর্তোয়ার মাথার উপর দিয়ে আলতো চিপে বল জালে রাখেন ক্রোয়াশিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধে ১-০ ব্যবধান নিয়েই বিরতিত যায় দুই দল।
লকাররুম থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও বজায় থাকে উত্তেজনা। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইউরোপ সেরারা। ভিনিসিয়াস জুনিয়রের একটি দুরন্ত প্রয়াস প্রতিহত হয় বার্সা গোলরক্ষক টার স্টেগানের দস্তানায়। ফিরতি শট আটকে দেন লেংলেট। উল্টোদিকে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ চলে আসে মেসি-দেম্বেলেদের কাছে। কিন্তু রাকিটিচের একমাত্র গোলই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়। চলতি লিগে অষ্টম হারের মুখ দেখল লস ব্ল্যাঙ্কোসরা।
এই জয়ে ১৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে নিল বার্সেলোনা। দুই নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের (৫০) সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১০। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে তিন নম্বর আছে রিয়াল। সেইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ১২। এই হারের ফলে ২০০৪ সালের পর লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।