মেলবোর্নে শুক্রবার তিন ম্যাচ সিরিজের শেষটিতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিরিজের নির্ণায়ক ওয়ানডে ম্যাচের দল থেকে বাদ পড়ছেন নেথান লায়ন। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় এলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে খেলেছিলেন লায়ন। কিন্তু কোনও উইকেট পাননি। সিডনিতে প্রথম ম্যাচে দিয়েছিলেন ৫৯ রান। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেন ৫০ রান। অজি টিম ম্যানেজমেন্ট তাই দেখে নিতে চাইছে জাম্পাকে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন জাম্পা। তিন ম্যাচের দুই ইনিংসে আট ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। ইকনমি রেট ছিল ৫.৫০। যা অজি বোলারদের মধ্যে সেরা ছিল। ১৪.৬৬ গড়ও ছিল অস্ট্রেলিয়ার সেরা।
এছাড়া চোটের জন্য অস্ট্রেলিয়া অবশ্য আরও একটা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জেসন বেরেনড্রপ৷ তাঁর পরিবর্তে অজি দলে এসেছেন বিলি স্ট্যানলেক৷ অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচের পরই তা জানা গিয়েছিল অধিনায়ক অ্যারন ফিঞ্চের কথায়। ১৩ জনের স্কোয়াডে পেসার বলতে তিনিই একমাত্র ছিলেন।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারি, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকোব, মার্কাস স্টুনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, পিটার সিডল, অ্যাডাম জ্যাম্পা, বিলি স্ট্যানলেক।