প্রথমে ব্যাট করে সিলেটের দেওয়া ৬৯ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেল কুমিল্লা। ৮ উইকেট ও ৫৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিলো তারা।
ছোট রান তাড়া করতে নেমেও কুমিল্লার শুরুটা মোটেই ভালো ছিল না। দুই ওপেনার বিজয় ও তামিম এদিন রানের খাতাই খুলতে পারেননি। দলীয় ১০ রানের মধ্যেই ফিরে যান এই দুই ব্যাটসম্যান।
তবে তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও শামসুর রহমানের অপরাজিত ৫৯ রানের জুটি কুমিল্লাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৩৭ বল থেকে ৩৪ রান নিয়ে অপরাজিত থাকেন শামসুর। তার ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারি। অন্যপ্রান্তে থাকা কায়েস ২২ বল থেকে ৩০ রান করেন। তিনি ২টি চার ও ২টি ছক্কায় তার ইনিংসটি সাজান।
এদিন সিলেটের হয়ে একমাত্র উইকেট শিকারি ছিলেন সোহেল তানভির। ৩ ওভার বল করে ১০ রান দিয়ে নেন তামিমের উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হন বিজয়।
এই জয় দিয়ে ৫ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে কুমিল্লা। আর ৪ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের সপ্তম স্থানে জায়গা হলো সিলেটের।