ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল। তাদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৩ রানে শেষ হয় প্রাইম দোলেশ্বরের ইনিংস। ২৪ রানে প্রথমবারের মতো ডিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায় শেখ জামাল।
এদিকে প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচেও ৪ ওভার বল করে ৩২ রানে নিয়েছিলেন ৩টি উইকেট। আর ব্যাট হাতে চারটি বিশাল ছক্কায় ২০ বলে ৪৫ রানের আক্রমণাত্মক ইনিংস। তাতেও হয়নি শেষ রক্ষা। শেষ হাসি শেখ জামাল ধানমন্ডির।
টুর্নামেন্ট জুড়ে ফরহাদ রেজার ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স যথাক্রমে ব্যাট হাতে ১০৭ রান। ব্যাটিং ইনিংস গুলো যথাক্রমে (২+৩৬+২৪+৪৫ = ১০৭)।
এদিকে বল হাতে নেন ১১ টি উইকেট। (১/১৬+ ২/১৮+৫/৩২+৩/৩২ = ১১)