লিওনেল মেসি সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন মেসির বাবা হোর্হে মেসি।
তিনি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘সামনের বছরের জন্য কোনো ক্লাবের সঙ্গেই কিছু হয়নি এখনও। মেসি পিএসজি ছাড়ার আগে একদমই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আগে মৌসুম শেষ হোক। তারপর কী করা যায় তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। মেসিকে নিয়ে সবসময়ই গুজব রটে এবং অনেকে তার নাম ভাঙিয়ে চলতে চায়। কিন্তু একমাত্র সত্য, কোথাও কোনো চুক্তি হয়নি।’
আরও পড়ুন: ‘চেমসফোর্ডের কন্ডিশনটাই টাইগারদের জন্য চ্যালেঞ্জিং’
এর আগে মঙ্গলবার (৯ মে) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানায়, মৌসুম শেষে মেসি সৌদি আরবে চলে যাচ্ছেন, চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়েছে।
এরপরই বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো টুইট করে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘মেসির পরিস্থিতির পরিবর্তন হয়নি। মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় যাবেন।’