আট মাস পর স্পেনে কামব্যাকটা সুখকর হল না রোনালদোর৷ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লীগ অ্যাথলেটিকোর মাঠে বুধবার মুখোমুখি হয়েছিল রোনালদোর জুভেন্টাস। তবে শেষ সময়ে অ্যাথলেটিকোর বিপক্ষে দুই গোল খেয়ে পরাজয় নিয়ে মাঠ ছাড়ল তারা।
ম্যাচের প্রথমার্ধটা ছিল গোল শূন্য ড্র। যদিও রোনালদোর দুরন্ত ফ্রি-কিকের সামনে কলকাঠি বাঁচিয়ে ক্লিনসিট রাখেন অ্যাটলেটিকো গোলকিপার ওবালাক৷ এছাড়া সতীর্থদের দিয়ে গোল করানোর প্রচেষ্টাও ব্যর্থ হয় অ্যাথলেটিকোর জমাট রক্ষণভাগে।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়াতে থাকে দুই পক্ষ৷ কোস্তার পরিবর্তে দ্বিতীয়ার্ধে নামা মেরাতা ম্যাচের ৭৩ মিনিটে হেড থেকে গোল করেন। তবে ভিডিও রেফারির সাহায্য নিলে সেই গোল অবশ্য বাতিল হয়৷ গোল করার সময় জুভে ডিফেন্ডার চিয়েলিনিকে ধাক্কা দেওয়ার কারণে গোল বাতিল হয়৷
এর পাঁচ মিনিটের মধ্যেই জটলা থেকে গোল করে অ্যাটলেটিকোকে ১-০ এগিয়ে দেন অ্যাটলেটিকোর উরুগুয়ান সেন্ট্রাল ডিফেন্ডার জোসে গিমেনেজ৷ ৮৩ মিনিটে গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে পরে জুভের জাল কাঁপিয়ে স্কোরলাইন ২-০ করে দেন দিয়েগো গডিন৷ এই হারের ফলে ১৩ মার্চ তুরিনে ফিরতি লেগের ম্যাচে নামার আগে লড়াই কঠিন করল জুভে৷