বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে হয় মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার। চিটাগংয়ের বিপক্ষে নির্ধারীত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তুলেছে। মুশফিকদের জিততে প্রয়োাজন ৯৯ রান।
মাশারফিদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই তাদেরকে চাপে ফেলে রংপুরের রাহি ও ফ্রিলিঙ্ক। ৩ ওভারের মধ্যেই উপরের সারির তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তারা। প্রথম ওভার থেকে ১ রান তুললেও দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারায় রংপুর। এসময় বিদায় নেন মিঠুন ও হেলস রানের খাতা খুলতে না পেরেই প্যাভিলনে পথ ধরেন।
তৃতীয় ওভারে আঘাত আনেন রাহি। এ সময় তিনি রাইলি রুশোকে ৭ রানে ফেরান। পরের ওভারে নিজের মেহেদি মারফকে ১ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ফ্রিলিঙ্ক। দলীয় ২৫ রানে রংপুর তাদের পঞ্চম উইকেট হারায়।
এররপ মিডল অর্ডারে রবি বোপারা ও লোয়ার অর্ডারে সোহাগ গাজী ছাড়া সকলেই যাওয়া আসার মিছিলে যোগ দেন। বোপারার ৪৭ বল থেকে ৪৪ রানের ইনিংস খেলার পথে যোগ্য সঙ্গ পাননি। রংপুরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বল থেকে ১৯ রানের ইনিংস খেলেন গাজী। ১১ বল থেকে মাত্র ২ রান করে মাশরাফি।
চিটাগংয়ের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফ্রিলিঙ্ক। নাইম হাসান ১০ রান দিয়ে নেন ২টি উইকেট। রাহী ৩০ রানে নেন ২টি উইকেট।