বিপিএল ফাইনালে ঢাকার বিপক্ষে ৬১ বলে ১৪১ রানের এক দানবীয় ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এই ইনিংসটিই তার দল কুমিল্লাকে দ্বিতীয় শিরোপার স্বাদ দেয়। এমন ইনিংসের জন্য ফাইনালের মঞ্চে ম্যাচ সেরা হয়ে পেয়েছিলেন ১০০০ ইউএস ডলার পুরস্কার। এবার তামিম পেলেন ভিন্ন আর একটি পুরস্কার।
শুক্রবার দলের জয়ে সবচেয়ে বড় অবদানটি রেখেছিলেন তামিম ইকবাল। কিন্তুু সেই অর্থে এদিন তেমন কোনো উপহারই পাননি তিনি। তবে এবার ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম তামিমকে উপহার দিয়েছেন একটি সুদৃশ্য হাতঘড়ি। সেই সাথে পাঠিয়েছেন একটি বার্তাও।
রোববার নিজের ইনস্টাগ্রামে সেই ঘড়ির ছবি পোস্ট করেন তামিম। প্যাটেক ফিলিপ্পের ওই ঘড়ির ছবির নিচে তামিম লিখেছেন, ‘চিঠির কথাগুলো আমাকে ছুঁয়ে গেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ সালমান ভাই।’