
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিস (ভিএআর) সিস্টেম ব্যবহার করা হবে।
২০১৬ সালের ক্লাব বিশ্বকাপে সর্বপ্রথম ভিএআর সিস্টেম ব্যবহার করা হয়। এরপর ফ্রান্স ও স্পেনের মধ্যে হাইভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই পদ্ধতি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি। আর তাতেই আশ্বস্ত হয়েছেন ইনফান্তিনো। এখন ফিফার আসরগুলোতে রেফারিদের সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে যান্ত্রিক পদ্ধতির দিকে ঝুকছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
তবে, শেষ পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে ভিএআর সিস্টেম থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী ৩ মার্চের সভায়।