9.8 C
New York
Saturday, May 4, 2024

Buy now

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৩ টাইগার

বিপ্রতীপ দাস: প্রকাশিত হয়েছে আইসিসির ২০২১ সালের সেরা ওয়ানডে একাদশ। সেখানে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। রয়েছেন তিন ক্রিকেটার। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

লাল-সবুজের ওয়ানডে দলে ব্যাটিংয়ে সর্বদা নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম গেল বছরে ৯ ম্যাচে ৪০৭ রান করেছেন, ঈর্ষনীয় ৫৮.১৪ গড়ে। তার বন্ধু সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় পা রেখে সমসংখ্যক ম্যাচে ২৭৭ রান করার পাশাপাশি উইকেট শিকার করেছেন ১৭টি।

তৃতীয় টাইগার হিসেবে সেরা একাদশে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা পেসার মোস্তাফিজুর রহমান অপেক্ষাকৃত এক ম্যাচ বেশি অর্থাৎ ১০ ম্যাচে হাত ঘুরিয়ে নিজের নামের পাশে যোগ করেছেন ১৮ উইকেট। গড়টাও সন্তুষ্টজনক, ৫.০৩!

সেরা একাদশে ত্রিমূর্তির সাথে আয়ারল্যান্ডের দুই তারকা পল স্টার্লিং এবং সিমি সিং রয়েছেন। ওপেনিংয়ে আইরিশ ক্রিকেটারের সঙ্গী হিসেবে জায়গা পেয়েছেন প্রোটিয়া ওপেনার জানেমান মালান। তিন আর চারে রয়েছেন যথাক্রমে পাক কাপ্তান বাবর আজম এবং ফখর জামান।

বছরজুড়ে ব্যাটিংয়ে দূর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটার ভ্যান ডার ডুসেন রয়েছেন পাঁচ নম্বরে। শ্রীলঙ্কা থেকে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুশমন্থ চামিরা। তবে এশিয়ার ক্রিকেটে অন্যতম পরাশক্তি ভারতের কোন ক্রিকেটার জায়গা পাননি বছর সেরা একাদশে।

বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লি, জানেমান মালান, বাবর আজম, ফখর জামান, রাসি ভ্যান ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং এবং দুশমন্থ চামিরা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles