7.3 C
New York
Friday, April 26, 2024

Buy now

আল্লাহ তাআলাই আমার সহায়: মুশফিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে ৬৮ রানের লিড এনে দেওয়ার পথে মুশফিকুর রহিম খেলেছেন ৪৪৯ মিনিটে ২৮২ বলে ১০৫ রানের ইনিংস। আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেছেন তিনি। যা তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে ধীরতম সেঞ্চুরির নজির। মজার ব্যাপার হলো এই ইনিংসে মুশফিক মাত্র ৪টি বাউন্ডারি মেরেছেন।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের খাতায় নাম লিখানোর আগে ২০১৩ সালে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনিই। এর পেছনে তিনি নিজের পরিশ্রম ও আল্লাহ্‌র রহমতকেই স্মরণ করলেন বেশি।

আরও পড়ুন: আইপিএল ছাড়ছেন কেন উইলিয়ামসন

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কোরআনের আয়াত উচ্চারণ করেই আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘না, ভাগ্যবান মনে হয় না, এই যে কপালটা দেখছেন- হাসবুনাল্লাহু ওয়া নে’মাল ওয়াকিল; নে’মাল মাওলা ওয়া নে’মান নাসির।(যার অর্থ- আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।)’

মুশফিক আরও যোগ করেন, ‘আমি যখন অনুশীলনের জন্য সকালে উঠি, তখন আপনাদের অনেকেই ঘুমিয়ে থাকেন। তো আল্লাহ্‌র রহমত তো আছে। আল্লাহ্‌ কিছুটা হলেও দেখেন।’

আরও পড়ুন: মুশফিকের সমালোচনার উত্তর দিলেন তার স্ত্রী জান্নাতুল

তখন তামিমের সঙ্গে ৫ হাজার রানের প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আপনি নিজে করে যতটা মজা পাবেন, সেটা যদি আপনার সতীর্থ বা বন্ধু বা ভাই করে তাহলে আনন্দটা অন্যরকম। আমার কাছে এমনই মনে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি প্রথম ডাবল সেঞ্চুরি করার পর তামিমই আমার রেকর্ড ভেঙেছিল। আমি খুবই খুশি হয়েছিলাম। এটাই স্বাভাবিক। কারণ রেকর্ড হয়ই ভাঙার জন্য। ও সেটা খুবই তাড়াতাড়ি ভেঙেছে। আবার ও আমাকে বলেছিল, তুই-ই আমাকে ছাড়িয়ে যাবি। এটি খুবই স্বাস্থ্যকর প্রতিযোগিতা, যেভাবে আমরা সতীর্থরা একে অপরকে সাপোর্ট করি।’

বিডি স্পোর্টস নিউজ/ জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles