7.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

উইন্ডিজকে টাইগারদের বাংলাওয়াশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে লেজেগোবরে অবস্থায় থাকা বাংলাদেশ ওয়ানডেতে আসতেই যেন দানবে পরিণত হয়েছে। ৬ উইকেট ও ৯ উইকেটে জিতে প্রথমে সিরিজ নিশ্চিত করে।

অবশেষে শেষে ম্যাচে ৪ উইকেটে জিতে স্বাগতিকদেরকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এটি বাংলাদেশের ইতিহাসে ১৫তম হোয়াইটওয়াশ। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়।

আরও পড়ুন: আইপিএলের টিকিট উপহার দিতে চাইলেও পড়তে হবে বিড়ম্বনায়

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ গিয়ে সফরের শুরুটা বাংলাদেশ দলের একেবারেই ভালো হয়নি। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর হার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।

তবে টাইগাররা ওয়ানডে ফরম্যাটে ফিরে নিজেদের আধিপত্য আরো একবার জানান দিল। এক ম্যাচ হাতে রেখে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচেও জয় সফরকারীদের।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ জুলাই ২০২২)

সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় ৯ উইকেটে। গায়ানায় শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।

প্রথমে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ৫ উইকেটের দাপুটে বোলিংয়ে ১৭৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ১৭৯ রানের লক্ষ্য টপকাতে নেমে লিটন দাসের ফিফটিতে ব্যবধান ৩-০ করেছে টাইগাররা। এতে স্বাগতিকদের ঘরের মাঠে তাদেরকেই বাংলাওয়াশের স্বাদ দিল তামিম বাহিনী। তাইজুল ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন অধিনায়ক তামিম ইকবাল।

আরও পড়ুন: জার্মানিকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৮/১০ (৪৮.৪ ওভার)
বাংলাদেশ: ১৭৯/৬ (৪৮.৩ ওভার)

বিডি স্পোর্টস নিউজ/এইচএন

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles