16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

এলগারের কন্ঠে সততার সুর, বিতর্কের সুবিধাই জয়ের অন্তরায়

বিপ্রতীপ দাস: হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের অধরা স্বপ্ন। তবে সিরিজের ফলাফল ছাপিয়ে বিতর্ক উস্কে দিয়েছে টিভি আম্পায়ার তথা ডিআরএসের পক্ষপাতমূলক সিদ্ধান্ত (কোহলিদের মতে)। কালিমালিপ্ত ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কাপ্তান ডিন এলগার অবশ্য নিজ মুখেই স্বীকার করেছেন, তাদের জয়ের পেছনে উক্ত সিদ্ধান্ত অনেকটাই সহায়তা করেছে।

এদিকে, কোহলি এন্ড কোং যে কান্ড ঘটিয়েছে তার বিপরীতে আইসিসির কোন ধরনের কোড অফ কন্ডাকটের অবমাননা না হওয়াতে কোন ধরনের শাস্তি পায়নি সফরকারীরা। তবে, কোহলি-রাহুলদের বেপরোয়া আচরণে ক্ষুব্ধ ক্রিকেটবোদ্ধাদের একাংশ।

কিন্তু, ওদিকে প্রতিপক্ষ দলনেতা ভারতের ক্রিকেটারদের দিকে আঙুল না তুলে বিতর্কিত সিদ্ধান্তের ফলে যে সুবিধা পাওয়া গেছে তা অকপটে স্বীকার করে নিয়েছেন। এলগার জানিয়েছেন, ‘ঐ সিদ্ধান্তের পরে আমরা কিছুটা বিরতি পেয়েছি, এরমধ্যে আমরা নিজেদের পুনঃভাবে গুছিয়ে নিয়েছি। তবে, ভারতের মনোসংযোগে চিড় ধরার সুবাদে জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম আমরা।’

এদিকে, কোহলিদের অত্যন্ত আবেগপ্রবণ প্রবৃত্তিই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে জানান এলগার। তার কথায়, ‘অনেকটা সময়ের জন্য ওদের (ভারত) মন অন্যদিকে ঘুরে গিয়েছিল। আর এতেই ফায়দা লুটেছি আমরা। আর ঐ এক ঘটনায় পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles