5.7 C
New York
Friday, April 26, 2024

Buy now

ওয়েস্টইন্ডিজের নিরাপত্তায় থাকছে পাকিস্তানের ৮৮৯ কমান্ডো

পাকিস্তান ও ওয়েস্টইন্ডিজের মধ্যকার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। তারপর রয়েছে বিশ্বকাপ সুপার লিগের ৩টি ওয়ানডে ম্যাচ। এ সিরিজের ৬টি ম্যাচই হবে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর থেকে প্রতি সিরিজেই নিরাপত্তা নিয়ে ওঠে নানান প্রশ্ন। এবার সেসব প্রশ্ন যেন না ওঠে তাই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে পাকিস্তান। খবর- দ্য নিউজ পাকিস্তান।

বৃহস্পতিবার সিন্ধ স্কাউট অডিটরিয়ামে দেশটির অতিরিক্ত আইজি ইমরান ইয়াকুবের সভাপতিত্বে বিশদ নিরাপত্তা পরিকল্পনা বর্ণনা করা হয়েছে।

পুরো সিরিজের ৬ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টিম হোটেল থেকে মাঠে আসা-যাওয়া এবং মাঠের নিরাপত্তা দেওয়ার জন্য সবমিলিয়ে ৪৬ জন ডিএসপি, ৩১৫ জন এনজিও, ৩৮২২ জন কনস্টেবল ও হেড কনস্টেবল, ৫০ জন নারী পুলিশ, র‍্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন সদস্য নিরলস দায়িত্ব পালন করবেন।

শুধু তাই নয়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্পেশাল সিকিউরিটি ইউনিটের ৮৮৯ জন কমান্ডো সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles