13.3 C
New York
Friday, May 3, 2024

Buy now

এক নজরে দেখে নিন কাকে রাখলো, কাকে ছাড়লো আইপিএলের দলগুলো

২০২২ সালের এপ্রিল মাসে ক্রিকেটের স্বীকৃত সংক্ষিপ্ত সংস্করণের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের জন্য বর্তমানের ৮ টি দল তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের কাছে জমা দিয়েছে।

আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি কোহলি, রোহিতসহ মোট ২৭ খেলোয়াড়কে ধরে রেখেছে। যাদের মধ্যে ১৯ জন ভারতীয় এবং বাকি ৮ জন বিদেশি। তবে এই আটজনের মধ্যে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কোন ক্রিকেটারকে ধরে রেখেছে আর কাকেইবা ছেড়ে দিয়েছে।

চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা ১৬ কোটি রূপিতে , মাহেন্দ্র সিং ধোনি ১২ কোটি রূপিতে, ঋতুরাজ গায়কোয়াড় ৮ কোটি রূপিতে ও মঈন আলী ৬ কোটি রূপিতে।

কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেলকে ১২ কোটি রূপিতে, বরুণ চক্রবর্তীকে ৮ কোটিতে, ভেঙ্কটেশ আয়ারকে ৮ কোটিতে ও সুনীল নারিনকে ৬ কোটিতে রেখে দিয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা ১৬ কোটি রূপিতে, জাসপ্রিত বুমরাহ ১২ কোটি রূপিতে, সূর্যকুমার যাদব ৮ কোটি রূপিতে ও কাইরন পোলার্ড ৬ কোটি রূপিতে।

দিল্লি ক্যাপিটালস
ঋষভ প্যান্ট ১৬ কোটি রূপিতে, অক্ষর প্যাটেল ৯ কোটি রূপিতে, পৃথ্বি শ ৭.৫ কোটি রূপিতে ও অ্যানরেখ নরকিয়া ৬.৫ কোটি রূপিতে।

রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন ১৪ কোটিতে, জস বাটলার ১০ কোটিতে ও যশস্বী জয়সালকে ৪ কোটিতে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি ১৫ কোটি রূপিতে, গ্লেন ম্যাক্সওয়েল ১১ কোটি রূপিতে ও মোহাম্মদ সিরাজ ৭ কোটি রূপিতে।

সানরাইজার্স হায়দরাবাদ
কেন উইলিয়ামসন ১৪ কোটি রূপিতে, আব্দুল সামাদ ৪ কোটি রূপিতে ও উমরান মালিক ৪ কোটি রূপিতে।

পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগারওয়াল ১৪ কোটি রূপিতে ও অর্শ্বদীপ সিং ৪ কোটি রূপিতে ।

প্রসঙ্গত, নতুন দুই দল লক্ষনৌ ও আহমেদাবাদ পরবর্তী ২৫ দিনের মধ্যে অকশনের আগে ৩৩ কোটি রূপি খরচ করে ৩জন খেলোয়াড় দলে নিতে পারবে। যার মধ্যে ২ জন দেশি ও ১জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles