10.6 C
New York
Friday, April 26, 2024

Buy now

ঘুড়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড

বিশ্বকাপ আসরের ষষ্ঠ ম্যাচে টেন্ট ব্রিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে আট উইকেটে ৩৪৪ রান তুলেছে। সেই রান এখন তাড়া করছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৮/৩৪৮
ইংল্যান্ড: ৩০ ওভার শেষে ১৮৭/৪
ক্রিজে আছেন: রুট ৭৯ ও বাটলার ৪৫

ঘুড়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড: দলীয় ১১৮ রানে চার উইকেট হারানোর পর ঘুড়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড। পঞ্চম উইকেটে জো রুট ও জস বাটলার গড়ে তুলেছেন অর্ধশত রানের জুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ রান যোগ করেছেন। এই জুটিতে জো রুট হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন।

চাপে পড়েছে ইংল্যান্ড: দলীয় সংগ্রহ তিন অংক ছোয়ার আগেই তিন উইকেট চাপে পড়েছে ইংল্যান্ড। যার অংশ হিসেবে দলীয় ৮৬ রানে মরগানের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন হাফিজ। হাপিরেজর বলে সরাসরি বোল্ড আউট হলেণ মরগান। তিনি আউট হওযার আগে ১৮ বল থেকে ৯ রান করেন। মরগানের বিদায়ের পর চতুর্থ উইকেটে স্টোকসে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন রুট।

বোয়াস্ট্রার জীবন দান: ষষ্ঠ ওভোরের বোয়াস্ট্রোর জীবন দান করেন বাবর আজম। এ সময় আমিরের বল ব্যাটের কিনারা লেগে সেকেন্ড স্লিপে গেলে সেই বল তালু বন্ধী করতে ব্যর্থ হন বাবর। এ সময় বোয়াস্ট্রোর ১৪ রান নিয়ে ব্যাট করছিলেন। রিপোর্টটি লেখা অবদি বোয়াস্ট্রো ও রুট ব্যাটসম্যান ২৫ রান যোগ করেছেন।

শুরুতেই রয়ের বিদায়: পাকিস্তানের দেওয়া ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ‍তৃতীয় ওভারের শুরুতেই জেসন রয়ের উইকেট হারালো। সাত বল থেকে ৮ রান করে রয়ে জুনায়েদ খানের বলে এল বি ড্বলিউ হলেন। রয়ের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে বোয়াস্ট্রার সঙ্গে জুটি বেধেছেন জো রুট।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles