11.7 C
New York
Sunday, April 28, 2024

Buy now

বাকপ্রতিবন্ধী আকসারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রিকেটার হওয়া খুব সহজ ব্যপার না, অনেকেই স্বপ্ন দেখে মাশরাফি আর সাকিবের মতন ক্রিকেটার হবে কিন্তু বাস্তবে কজনই বা সেই স্বপ্ন পূরণ করতে পারে। আর কেউ যদি হয় শ্রবণ ও বাক প্রতিবন্ধী তাহলে তো আর কোন কথাই নেই।

বলছি বাক ও শ্রবণ প্রতিবন্ধী সিলেটের আকসার আহমেদের কথা। যেকিনা কথা বলতে পারেন না আর কানেও শুনতে পারেন না, কিন্তু উইকেটে গতির ঝড় তোলেন ১৩৮ কিলোমিটার বেগে। বাউন্স, ইনসুইং আর আউট সুইংয়ে পরীক্ষা নেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই পেসার নিজেকে আরও শাণিত করতে প্রতিনিয়তই চোখ রাখেন স্পিডস্টারদের বোলিংয়ে।

বাংলাদেশ প্রতিবন্ধী দলের বিশ্বস্ত অস্ত্র আকসার এবার স্বপ্নকে করেছেন দিগন্ত বিস্তৃত। লাল সবুজের জার্সিতে বাজিমাত করতে চান ক্রিকেট বিশ্বকে। আর সে স্বপ্ন পূরণের সারথী হচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্বিঘ্নে অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য আকসারকে পৃষ্ঠপোষকতা করছে দলটি।

আসন্ন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অংশগ্রহণ নিশ্চিত হলে নেট বোলার হিসেবে দেখা যাবে এই পেস সেনসেশনকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রিফাতুজ্জামান জানান, ‘আকসার আহমেদ এক বিস্ময় প্রতিভা। অমিত সম্ভাবনার এসব প্রতিভা অনেক সময়ই অযত্ন আর অবহেলায় হারিয়ে যায়। সবচেয়ে বড় বাধা হয় পৃষ্ঠপোষকতা। আমরা এমন সম্ভাবনা হারিয়ে যেতে দিতে পারি না। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আকসারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

বুধবার আকতার গ্রুপের মালিকানাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কার্যালয়ে এসে ফ্র্যাঞ্চাইজিটির শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করেন আকসার ও তার কোচ। এ পেসারের আগামী এক বছরের ক্রিকেট ও সংশ্লিষ্ট সব ধরনের খরচ বহনের ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান।

আপ্লুত আকসার তার কোচের মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি কৃতজ্ঞতা জানান।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles