12.2 C
New York
Saturday, April 27, 2024

Buy now

চাচার রেকর্ডে ভাগ বসালেন ইমাম

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট খেলতে নেমে প্রথম টেস্টে ড্র করে মাঠ ছাড়ল সফরকারী অস্ট্রেলিয়া।

রাওয়ালপিন্ডির ব্যাটিং পিচে দুই দলের ব্যাটাররাই রান উৎসবে মেতেছিলেন। ম্যাচে পাকিস্তানি ৩ ব্যাটার ৪ শতকের দেখা পেলেও সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অজিদের।

ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে বেশি প্রাপ্তি বাঁহাতি ওপেনার ইমাম উল হকের। দুই বছর পর সাদা পোশাকে মাঠে নেমেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

আরও পড়ুন: মৃত্যুর আগে ওয়ার্নের ঘরে চার নারীর আগমন!

পাকিস্তানের হয়ে ১০ম ব্যাটার হিসেবে টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমাম। এর আগে তারই চাচা ইনজামাম উল হকেরও টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ইনজামাম ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১০৯ ও ১০০ রান করেন।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৬ রানে ডিক্লেয়ার করে। জবাবে প্রথম ইনিংসে ৪৫৯ রান তুলতে পারে সফরকারীরা। শেষদিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ২৫২ রান তোলে স্বাগতিকরা। শেষ বিকেলে দুই পক্ষ ড্র নিয়ে মাঠ ছাড়ে।

আরও পড়ুন: সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের সিদ্ধান্ত আগামীকাল

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী শনিবার করাচিতে।

এক নজরে দেখে নিন দুই দলের সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৭৬-৪ ডিক্লে(আজহার ১৮৫, ইমাম ১৫৭, কামিন্স ১-৬২)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫৯ (উসমান খাজা ৯৭, ওয়ার্নার ৬৮, লাবুশেন ৯০, স্মিথ ৭৮, শাহিন ২-৮৮, নোমান ৬-১০৭)।

পাকিস্তান ২য় ইনিংস: ২৫২-০ (শফিক ১৩৬, ইমাম ১১১)।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles