7.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

টি-টোয়েন্টি খেলতে চায় না তামিম: পাপন

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে পরপর দুই ম্যাচে দুই হাফ সেঞ্চুরি তামিম ইকবালের ব্যাটে। তবে তার নিজের এই ধীর গতির ব্যাটিং নিজেরই পছন্দ হচ্ছে না।

এজন্য টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন না তামিম। নিজের এ সিদ্ধান্ত ইতোমধ্যেই জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনকে। বিশ্বকাপের পর পাপনের সাথে আলোচনায় বসে তামিম নিজের সিদ্ধান্ত জানান। আনুষ্ঠানিকভাবে আজই বিসিবি প্রধান তামিমের সিদ্ধান্ত সংবাদমাধ্যমে জানালেন।

শনিবার বিপিএলের খেলা শেষে নাজমুল হাসান বলেছেন, তামিমের সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম, তুমি টি-টোয়েন্টিতে আবার ফিরে আসো। এটা ছাড়বা কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায় তাহলে তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।

বিসিবির প্রধান আরও বলেন, তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যেয়ে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles