11.9 C
New York
Thursday, May 2, 2024

Buy now

কয় ভাষায় প্রচার হবে এবারের আইপিএল?

আর মাত্র দিন কয়েক পরেই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৬তম আসরের। এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষের দিকে। এরই মধ্যে জানা গেছে, এবারের আইপিএলের ম্যাচগুলো সম্প্রচার হবে ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মরাঠী, মালয়ালম এবং গুজরাটি ভাষায়।

এবারের আইপিএলে ছয়জন বিদেশিকে দেখা যাবে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে। তারা হলেন- স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেন, জ্যাক কালিস ও টম মুডি, পল কলিংউড।

আরও পড়ুনঃ অঘোষিত ফাইনাল থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব

এছাড়া ভারতে সম্প্রচারে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন ২৬ জন। তারা হলেন- সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, কেভিন পিটারসেন, মাইকেল ক্লার্ক, সঞ্জয় মঞ্জরেকর, অ্যারন ফিঞ্চ, ইয়ান বিশপ, নিক নাইট, সাইমন কাটিচ, ড্যানি মরিসন, ক্রিস মরিস, স্যামুয়েল বদ্রি, কেটি মার্টিন, গ্রেম সোয়ান, দীপ দাশগুপ্ত, হার্ষা ভোগলে, মপুমেলেলো মাঙ্গওয়া, অঞ্জুন চোপড়া, মুরলি কার্তিক, ডব্লিউবি রমন, নাটালি জার্মন্ডস, ড্যারেন গঙ্গা, মার্ক হোয়ার্ড ও রোহন গাভাস্কার।

হিন্দি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন হরভজন সিংহ, ইরফান পাঠান, অম্বাতি রায়ডু, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, বরুণ অ্যারন, মিতালি রাজ, মোহাম্মদ কাইফ, সঞ্জয় মঞ্জরেকর, ইমরান তাহির, ওয়াসিম জাফর, গুরকিরত মান, উন্মুক্ত চাঁদ, বিবেক রাজদান, রজত ভাটিয়া, দীপ দাশগুপ্ত, রমন ভানোত, পদ্মজিৎ শেহরাওয়াত এবং যতীন সাপরু।

বাংলা ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন দুই সাবেক ক্রিকেটার অশোক ডিন্ডা ও অভিষেক ঝুনঝুনওয়ালা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles