7.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন সুপ্তা

বাংলাদেশের পুরুষ ক্রিকেট যখন ধীরে ধীরে তলানীর দিকে নামছে ঠিক সেই সময়ই নতুন ইতিহাস গড়তে ব্যস্ত নারী ক্রিকেটাররা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা।

রোববার পাকিস্তানের মত শক্তিশালী দলকে বিশ্বকাপ বাছাই পর্বের ১ম ম্যাচে হারিয়ে দিয়েছে নিগার সুলতানার দল। এমনকি যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দুর্দান্ত খেলেছে ট্রাইগ্রেসরা।

আন্তর্জাতিক ওয়ানডেতে মেয়েদের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। এদিন ওপেনিংয়ে নেমে বাংলাদেশ দলের এই ব্যাটার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বোলাদের ওপর চড়াও হয়ে খেলেছেন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রান করে অপরাজিত থাকেন সুপ্তা। ১১টি বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান তিনি।

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান।

যুগ যুগ ধরে ছেলেদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে মেহরাব হোসেন অপির নাম আসছে। এখন থেকে মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেব শারমিন আক্তার সুপ্তার নামটিও ইতিহাসে জ্বলজ্বল করবে। শেষ খবর পর্যন্ত তার ব্যাটে চড়েই বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles