10.9 C
New York
Sunday, May 12, 2024

Buy now

দেখে নিন বিপিএলের প্লেয়ার ড্রাফটে ৪০৬ বিদেশী ক্রিকেটারের তালিকা

২০২২ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল ২০২২) পর্দা উঠবে। তাই এই ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ঘর গোছানো। আগামী ২৭ ডিসেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। এর আগে জানা গেলো প্লেয়ার ড্রাফটের জন্য নিবন্ধিত দেশি ও বিদেশি ক্রিকেটারদের নাম।

দেশি ক্রিকেটারদের মতো এ, বি, সি, ডি, ই, এফ এই ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্লেয়ার ড্রাফটে নাম আসা বিদেশী ক্রিকেটারদেরও। প্লেয়ার ড্রাফটে মোট দেশি ক্রিকেটার আছে মোট ৪০৬ জন। লম্বা তালিকায় রয়েছে আনকোরা নতুন নামের ছড়াছড়ি।

ড্রাফটের আগে প্রতিটি দল সর্বোচ্চ ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে।

ক্যাটাগরি এ-তে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। তারা পাবেন ৭৫ হাজার ইউএসডি।

বেন ফোকস (ইংল্যান্ড), ড্যান লরেন্স (ইংল্যান্ড), দুশমান্থ চামিরা (শ্রীলঙ্কা), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), স্বন্দ্বীপ লামিচানে (নেপাল), উইল জ্যাকস (ইংল্যান্ড), জহির খান (আফগানিস্তান)।

ক্যাটাগরি বি-তে জায়গা পেয়েছেন ১৬ জন ক্রিকেটার। তারা পাবেন ৫০ হাজার ইউএসডি।

বেন হাওয়েল (যুক্তরাজ্য), ড্যানি ব্রিগস (ইংল্যান্ড), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), দীনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), লিয়াম ডসন (ইংল্যান্ড), লিয়াম প্ল্যাংকেট (ইংল্যান্ড), লুক রাইট (ইংল্যান্ড), মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা), শাপুর জাদরান (আফগানিস্তান), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।

ক্যাটাগরি সি-তে জায়গা পেয়েছেন ২০ জন ক্রিকেটার। তারা পাবেন ৪০ হাজার ইউএসডি।

আফসার জাজাই (আফগানিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), আলেক্সান্ডার ডেভিস (ইংল্যান্ড), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), ক্যামেরুন দেলপোর্ত (দক্ষিণ আফ্রিকা), চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা), দাওলাত জাদরান (আফগানিস্তান), ধনঞ্জয়া লাকশান (শ্রীলঙ্কা), ফিদেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), হারিস সোহেল (পাকিস্তান), লাসিথ এম্বুলদেনিয়া (শ্রীলঙ্কা), মোহাম্মদ আসাদ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), রবি রামপাল (ওয়েস্ট ইন্ডিজ, রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়েসেলস (ইংল্যান্ড), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), উসমান খান শিনওয়ারি (পাকিস্তান), সুরাঙ্গা লাকমাল (শ্রীলঙ্কা)।

ক্যাটাগরি ডি-তে জায়গা পেয়েছেন ৭৮ জন ক্রিকেটার। তারা পাবেন ৩০ হাজার ইউএসডি।

আব্দুল ওয়াসি (আফগানিস্তান), আবিদ আলি (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান), আকিফ জাবেদ (পাকিস্তান), আকিলা ধনঞ্জয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবার্নি (আয়ারল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), অ্যান্টন দেভচিচ (নিউজিল্যান্ড), আশিয়ান ড্যানিয়েল (শ্রীলঙ্কা), বিলওয়াল ভাট্টি (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), বিপুল শর্মা (ভারত), বিজর্ন ফরটুইন (দক্ষিণ আফ্রিকা), কারমি লে রক্স (দক্ষিণ আফ্রিকা), চন্দরপল হেমরাজ (ওয়েস্ট ইন্ডিজ), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে), কুর্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), ডেভিড পেইন (ইংল্যান্ড), ডিলন হেইলিগার (কানাডা), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), এহসান আদিল (পাকিস্তান), ফাওয়াদ আলম (পাকিস্তান), ফজল নিয়াজি রহমান (আফগানিস্তান), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইশান জয়ারত্নে (শ্রীলঙ্কা), ইমাম উল হক (পাকিস্তান), জ্যাকব লিংকট (ইংল্যান্ড), জাসকারন মালহোত্রা (ইউএসএ), জতীন্দর সিং (ওমান), জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), জেফেরি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা), জোন সিম্পসন (ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জর্ডান ক্লার্ক (ইংল্যান্দ), জশ কব (ইংল্যান্ড), জশুয়া লিটল (আয়ারল্যান্ড), করিম জানাত (আফগানিস্তান), কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড), কেভিন সিনক্লেয়ার (ওয়েস্ট ইন্ডিজ), আসেন বান্দারা (শ্রীলঙ্কা), কুরুকুলাসুরিয়া পাতাবেন্দিগে (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), আমিলা আপন্সো (শ্রীলঙ্কা), ম্যাথু ফিশার (ইংল্যান্ড), ম্যাথু পার্কিনসন (ইংল্যান্ড), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), মির হামজা (পাকিস্তান), আশান আলি খান (ইউএসএ), জুনায়েদ খান (পাকিস্তান), নিয়াল স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), নিতিশ কুমার (কানাডা), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), ভ্যান মেকেরেন (নেদারল্যান্ডস), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), মিনোদ ভানুকা (শ্রীলঙ্কা), রায়ানখান পাঠান (কানাডা), রবিন জেমস দাস (ইংল্যান্ড), ভ্যান ডার মারওয়ে (নেদারল্যান্ডস), রস হুইটলি (ইংল্যান্ড), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা), সাহান আরাচিগে (শ্রীলঙ্কা), সাজিদ খান (পাকিস্তান), স্যাম কুক (ইংল্যান্ড), থিকশিলা ডি সিলভা (শ্রীলঙ্কা), সিন ডিকসন (দক্ষিণ আফ্রিকা), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), শিরান ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), সুদীপ তিয়াগি (ভারত), থমাস হেলম (ইংল্যান্ড), উসমান গনি (আফগানিস্তান), ভেরেসামি পেরমল (ওয়েস্ট ইন্ডিজ), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), ওয়েস্লি মাধেভ্রে (জিম্বাবুয়ে), ইয়াসির শাহ (পাকিস্তান), ইউনুস আহমেদজাই (আফগানিস্তান)।

ক্যাটাগরি ই-তে জায়গা পেয়েছেন ২৮১ জন ক্রিকেটার। তারা পাবেন ২০ হাজার ইউএসডি।

এই ক্যাটাগরিতে ২৮১ জনের মধ্যে অন্যতম আসগর আফগান (আফগানিস্তান), অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ), ব্যারি ম্যাককার্থি (আয়ারল্যান্ড), ক্যালাম ম্যাকলিয়ড (স্কটল্যান্ড), হামিশ বেনেট (নিউজিল্যান্দ), হামিদ হাসান (আফগানিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্দিজ), খ্যারি পিয়েরে (ওয়েস্ট ইন্ডিজ), লাকশান সান্দাকান (শ্রীলঙ্কা), ম্যাথু ক্রস (স্কটল্যান্ড), মোহাম্মদ আব্বাস (পাকিস্তান), নওমান আলি (পাকিস্তান)।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles