15.6 C
New York
Tuesday, May 7, 2024

Buy now

বাংলাদেশের কাছে হারা দুই দলই এখন ফাইনালে!

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল মাত্র দুই মাস আগে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল এবং দুটি দলই বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছিল।

অথচ, সেই দুটি দলই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এবারের বিশ্বকাপে উড়তে থাকা পাকিস্তান এবং ইংল্যান্ডকে এই দুটি দল সেমি থেকে বিদায় করে জায়গা করে নিয়েছে ফাইনালে।

বাংলাদেশে এসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা এবং দু‘দলেরই পরাজয় কী তাহলে এই দু’দলের জন্যই শাপেবর হয়ে দেখা দিয়েছে?

সে যাই হোক, মাত্র দুই মাস আগেই তো ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়া এবং ৩-২ ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। যদিও বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের যে দলটি এসেছিল, সেই দলের কেউই নেই দেশটির বিশ্বকাপের দলে।

অন্যদিকে আগস্টের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। জিতেছিল ৪-১ ব্যবধানে। আর সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ, জিতেছিল ৩-২ ব্যবধানে।

দুটি দলই আগামী ১৪ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়াই করবে শিরোপার জন্য। এরপর কেন উইলিয়ামসন কিংবা অ্যারোন ফিঞ্চের হাতে উঠবে শিরোপা। যেই জিতুক, তা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles