21.9 C
New York
Tuesday, May 7, 2024

Buy now

বিশ্বকাপ মিশনে যাচ্ছে টাইগার যুবারা

মাহমুদউল্লাহ রিয়াদের কাছে পরামর্শ নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের তকমা গায়ে লাগিয়ে এবারের এশিয়া কাপ এবং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে টাইগার যুবারা। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর সন্ধ্যায় এশিয়া কাপ খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশের যুবারা।

এরপরই ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। আর বিশ্বমঞ্চে কেমন উইকেটে খেলা হবে তা নিয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছে যুব দলের সদস্যরা।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যুব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের সেখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন। যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য দলীয় ফটোসেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক।

রাকিবুল বলেন, ‘না তেমন কথা হয়নি। দুই-একদিন রিয়াদ ভাইয়ের সঙ্গে নেটে দেখা হয়েছিলো। উনি ওখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কেমন হতে পারে সে ধারণা দিলো। এতটুকুই কথা হয়েছে।’

তিনি বলেন, ‘দেখেন আমরা শুধু আমাদের খেলায় ফোকাস করছি। আমরা কীভাবে পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে খেলবো আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কীভাবে প্রয়োগ করবো আর সেরা প্রস্তুতি নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই করবো।’

রাকিবুল আরও বলেন, ‘গতবারতো এরকম কোভিড পরিস্থিতি ছিলো না। কোভিডের কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি তেমনি বাকি দলগুলো ওরকম। আমরা গত ২-৩ মাসে কয়েকটা সিরিজ খেলেছি এবং আমি মনে করি এটাও খারাপ না।’

‘আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করলাম সেটাও ভালো হয়েছে। ঐ যে বললাম কোভিডের জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। গত কয়েক মাসে আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার। সুতরাং আমরা যতটুকু পেরেছি চেষ্টা করবো ওটা নিয়েই ভালো কিছু করার’ আরও যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল। এরপর আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles