15.5 C
New York
Friday, May 17, 2024

Buy now

বিশ্বরেকর্ড গড়ে কেনিয়াকে হারালো বাংলাদেশ

বিপ্রতীপ দাস: মালেশিয়ায় কমনওয়েলথ গেমস কোয়ালিফাইং পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারো জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অপেক্ষাকৃত খর্ব শক্তির কেনিয়াকে পাত্তাই দেয়নি তারা। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে মাথা উঁচু করে দাঁড়ানো নিগার সুলতানার দল বোলিংয়ে মুন্সিয়ানা দেখিয়ে তুলে নিয়েছে ৮০ রানের বিশাল জয়।

টসে হেরে আগে ব্যাটিং পায় টাইগ্রেসরা। গত মঙ্গলবারের ন্যায় আজ আর ওপেনিং জুটিটা আনন্দের উপলক্ষ এনে দিতে পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (২৬) একপ্রান্তে দাঁড়িয়ে নিরবে সতীর্থদের সাজঘরে আসাযাওয়া দেখেন। ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকে নারীরা।

তবে বিপদের দিনে ত্রাতা হয়ে আসে সালমা-রিতু জুটি। ১১ ওভার এই যুগলবন্দী উইকেটে থেকে তোলে ৭৫ রান। সালমা ৩৩ এবং রিতু ৩৯ রান করে অপরাজিত রয়ে যান। ফলে দল পুঁজি পায় লড়াকু ১২৫ রানের। প্রতিপক্ষের হয়ে অ্যাবেল ও ওচিংয়ে নেন যথাক্রমে ৩ এবং ২ উইকেট।

সপ্তম উইকেটে গড়া দারুণ এই জুটির মধ্য দিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ডও গড়েন সালমা ও রিতু মনি। টি-টোয়েন্টিতে মেয়েদের সংস্করণে সপ্তম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৯ সালে সপ্তম উইকেটে তানজানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির গড়া ৭২ রানের জুটির রেকর্ড ভাঙলেন সালমা ও রিতু।

মাঝারি লক্ষ্য টপকাতে নেমে গোড়াতেই মুখ থুবড়ে পড়ে কেনিয়ার ব্যাটিং লাইনআপ। ১২ রানেই তারা হারিয়ে ফেলে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। এরপরের গল্পটা শুধুই স্পিনার নাহিদাময়। ১৩তম ওভারে ১২০ বলের ক্রিকেটে নিজের প্রথম ফাইফারের সাক্ষাৎ পান এই তরুণী। ৪ ওভারের স্পেলে খরচ করেন মাত্র ১২ রান। সাথে জিতে নেন ম্যাচ সেরার খেতাবও। কেনিয়ার হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছান শ্যারেন জুমা (২৪)।

আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিনই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। পাঁচ দলের এই রাউন্ড রবিন লিগের শীর্ষ দলটি পাবে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার টিকিট। বর্তমানে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় সকলের উপরে আছে বাংলাদেশ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles