10.8 C
New York
Sunday, April 28, 2024

Buy now

ক্যাচ ধরার ব্যর্থতা খেলোয়াড়দের, কোচদের নয় : পাপন

সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও দৃশ্যমান টি-টোয়েন্টি দলের ক্যাচ মিসের মহড়া। শুধু তাই নয় ম্যাচটি হারার পিছনে ক্যাচ ধরার ব্যর্থতা অনেক বড় কারণ।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ক্যাচ হাতছাড়া কিংবা অন্যান্য ব্যর্থতার পেছনে কোচিং প্যানেলের কোনো দোষ নেই।

আরও পড়ুন: ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কৃতিত্ব যাদের দিলেন সাব্বির!

পাপন বলেন, ‘ফিল্ডিং কোচ (রায়ান কুক) বিদেশ থেকে আনা হল, আমাদের জানামতে খুবই ভালো। তারপরও সবাই মনে করল ফিল্ডিং কোচ বদল করা দরকার। দেশের কোচরা নাকি আরও ভালো। এখন দেশি কোচ দিয়েছি। তাহলে সমস্যাটা কোথায়? আপনারা এগুলো কেন বলছেন জানি না। কোনো মানে হয় না।’

আরও পড়ুন: পাকিস্তান দলের সঙ্গে যোগ দিচ্ছেন শন টেইট!

তিনি বললেন, ‘একজন খেলোয়াড় সাধারণ ক্যাচ ধরতে পারবে, এটা সবাই ধরে নেয়। কোচ বা ম্যানেজমেন্টকে এখানে জড়ানো অনর্থক। আজকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দেখে মনে হয়েছে জেতার মত স্পিরিট, মনোযোগ ছিল না। একদম প্রথম থেকেই। আমি সুজনকে বলেছি সবার সাথে কথা বলতে। এই পারফরম্যান্স তো মেনে নেওয়ার মত না।’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে পার্থে দুই সপ্তাহের ক্যাম্পের পরিকল্পনা বিসিবির

‘আজকে যে ক্যাচ ছেড়েছে সেই দেখুন গত ম্যাচে ভালো ক্যাচ ধরেছে। মিস হতেই পারে। কিন্তু একদিনে যদি এত মিস হয়, তখন তো হারা ছাড়া পথ নেই। এমন সহজ ক্যাচ ফেলা দেখতেও খুব বাজে লাগে। মনেই হচ্ছিল না ওরা খেলার মধ্যে আছে।’

আরও পড়ুন: জানলেতো তো আর ক্যাচ ছাড়তাম না: রাসেল ডমিঙ্গো

তিনি আরও বলেন, ‘ক্যাচ ড্রপের জন্য বিশ্বকাপেও ২-১টা ম্যাচ হেরেছি। এখানে আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। যে সুযোগগুলো আমাদের আসে সেগুলো যদি হাতছাড়া করি তাহলে তো কারও সাথে কোনো ম্যাচই জেতা যাবে না। আমাদের দুর্বলতা আমরা জানি। কিন্তু আরও ভেতরে, বিশদভাবে কাজ করা দরকার।’

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles