22.8 C
New York
Friday, May 3, 2024

Buy now

সাকিবের সঙ্গে আমার রসায়ন সবসময়ই ভালো: সুজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অন্যতম সফল দল ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে ৪ বছর একসঙ্গে কাজ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-হেড কোচ খালেদ মাহমুদ সুজন। ২০২২ বিপিএলে তারা দুজনই আছেন ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজিতে।

টুর্নামেন্ট শুরুর বাকি আছে আর মাত্র পাঁচদিন। এরই মধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর প্রস্তুতি। ফরচুন বরিশাল কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন জানিয়েছেন, নতুন দলের হয়ে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। বিশেষ করে দলে সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার থাকায় কাজ আরও সহজ বলে মনে করেন তিনি। সব ঠিক রেখে চ্যাম্পিয়ন হতে আশাবাদী সুজন।

তিনি বলেছেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’

সুজন আরও বলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’

এক নজরে দেখে নিন ফরচুন বরিশাল স্কোয়াড-
দেশি-
সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার।

বিদেশি – ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাক লিনট (ইংল্যান্ড)।

কোচিং স্টাফ
হেড কোচ – খালেদ মাহমুদ সুজন
ব্যাটিং পরামর্শক – নাজমুল আবেদিন ফাহিম
সহকারী কোচ – ফয়সাল হোসেন ডিকেন্স
সহকারী কোচ – আশিকুর রহমান মজুমদার
ফিজিও – বায়েজিদ ইসলাম
ট্রেইনার – আনোয়ার হোসেন শিকদার
পারফরম্যান্স অ্যানালিস্ট – শ্রীরাম সৌম্যজুলা
চিফ এক্সিকিউটিভ অফিসার – সাব্বির খান শাফিন

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles