চ্যাম্পিয়ন্স লিগের নক্ষত্র পতনের রাত ছিল বুধবার। একই রাতে হেরেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা উড়তে থাকা রিয়ালকে মাটিতে নামালো ফরাসি ক্লাব।
চ্যাম্পিয়নস লিগে লিলের মাঠে রিয়াল মাদ্রিদ হেরেছে ১-০ ব্যবধানে। এই হারের মধ্যে দিয়েই অপরাজেয় যাত্রা থামল টুর্নামেন্টের সফলতম এ দলটির।
আরও পড়ুন: ৬ সেকেন্ডের গোলে বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্টফ
লিলের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড জোনাথান ডেভিডের করা গোলেই হার মেনেছিল রিয়াল মাদ্রিদ। বল দখল আর আক্রমণে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকেও লিলের সেই গোল আর শোধ করতে পারেনি রিয়াল।
শেষ সময়ে আপ্রাণ চেষ্টা করেও গোলের দেখা পায়নি চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপা জেতা দলটি। ফলে স্তাদ পিয়েরে-মাউরয়ে থেকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।