ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের ম্যাচ চলাকালে অধিনায়ক শেই হোপের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন উইন্ডিজ পেসার আলজারি জোসেফ। এই ক্রিকেটারের এমন অপেশাদারি আচরণের কারণে তাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
জোসেফের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সিডব্লিউআই এক বিবৃতিতে জানায়, তার এমন আচরণ ক্যারিবিয়ান বোর্ডের পেশাদারি মানের সঙ্গে মেলে না। এই ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয়।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
বোর্ডের পক্ষে ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে এ প্রসঙ্গে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’
প্রসঙ্গত, বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সময় আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। অধিনায়ক শেই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে একমত ছিলেন না তিনি। অসন্তোষ প্রকাশের এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
আরও পড়ুন: নতুন তিন মুখ নিয়ে চমক রেখে স্পেনের দল ঘোষণা
জোসেফের এমন কাণ্ড ভালোভাবে নেননি কোচ ড্যারেন সামি। এ বিষয়ে কোচ বলেন, ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।