ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার ভোর ৬টায় মাঠে নামবে টাইগাররা। এর আগেই নিজেদের তৈরি করে নিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন অধিনায়ক লিটন দাস। এ বিষয়ে তিনি বলেন, টি-টোয়েন্টি সিরিজগুলো সাধারণত আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়। উইন্ডিজরা নিজেদের কন্ডিশনে খেলবে। তবে আমাদের চেষ্টা থাকবে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়। অনুশীলনে আমাদের ঘাটতি নেই। স্কোয়াডের সবাই নিয়মিত খেলোয়াড় যারা ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে আসছে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ ডিসেম্বর)
কিংসটাউনের আর্নস ভেলে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে টানা দুই সেশন কৃত্রিম আলোতে অনুশীলন করেছে বাংলাদেশ। সেই অনুশীলনে কোন ঘাটতি দেখছেন না লিটন দাস।
প্রসঙ্গত, চলতি বছরের জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভেন্যুতে সবশেষ খেলেছে বাংলাদেশ। সেই আসরে ৩ ম্যাচে টাইগারদের ঝুলিতে ছিল ২ জয়।