পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে। তার পরিবর্তে অজিদের নেতৃত্ব দিবেন উইকেটকিপার জশ ইংলিস। মূলত এই সিরিজে মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং ২০২২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
আরও পড়ুন: গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
শুধু টি-টোয়েন্টি সিরিজেই নয়, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও অধিনায়কত্ব করবেন এই উইকেটকিপার। পার্থের সেই ম্যাচ থেকে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজের শেষ ওয়ানডে থেকে বিশ্রাম পাওয়াদের তালিকায় আরও আছেন মিচেল স্টার্ক, মারনাস লাবুশেনও। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
ইংলিস টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ১৪তম অধিনায়ক ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। মার্শের অনুপস্থিতিতে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন ট্রাভিস হেড। কিন্তু পিতৃত্বকালীন ছুটুতে থাকায় পাকিস্তান সিরিজে খেলবেন না হেড।
প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।