রবিবার ভাইজ্যাগে দু’ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত-অস্ট্রেলিয়া৷ এরপর দল দুটি মুখোমুখি হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। তবে আইপিএল দিয়েই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নাম ভারতীয় দল। তাই বিশ্বকাপের ঠিক আগে আরও ক’টি ওয়ান ডে ম্যাচ খেলতে পারলে ভালো হত বলে মনে করেন বিরাট কোহলি৷
শনিবার বিশাখাপত্তনমে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি বলেন, ‘বিশ্বকাপের আগে আরও কয়েকটি ওয়ান ডে ম্যাচ দু’ দলের কাছেই ভালো হত৷ সেটা হত অনেক বেশি লজিক্যাল৷ কিন্তি আমাদের হাতে যে ক’টা ম্যাচ রয়েছে তার মধ্যেই দল তৈরি করতে হবে৷’
বিশাখাপত্তনমের পরে বেঙ্গালুরুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। অধিনায়ক ঠিক অভিযোগের সুরে সূচি নিয়ে মন্তব্য না করলেও প্রশ্ন উঠছে কর্তাদের পরিকল্পনা নিয়ে। ভারত অধিনায়ক বলেন, ‘‘আইপিএলে আমরা অনেক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাব। তাই এই সিরিজে আরও দু’টো ওয়ান ডে পেলে শুধু আমাদের নয়, অস্ট্রেলিয়ার পক্ষেও লাভজনক হত।’’
অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ২ মার্চ, হায়দরাবাদে৷ সিরিজের শেষ ম্যাচ ১৩ মার্চ৷ বিরাট বলেন, ‘এখনও পর্যন্ত দল নিয়ে আমরা খুশি৷ আমাদের ব্যালান্সড দল রয়েছে৷ কোনও বিশেষ এরিয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷’