কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংলিশ পেস কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। তবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মেগা ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নাম লিখিয়েছেন এই বাইশ গজের মেগাস্টার।
হঠাৎ আইপিএলে কেন নাম লেখালেন অ্যান্ডারসন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেননা ২০১৪ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এমনকি দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১৯টি। ১০ বছরে আর কোনো ২০ ওভারের ম্যাচ না খেললেও, শুধুমাত্রই অভিজ্ঞতার স্বার্থেই আইপিএল খেলতে আগ্রহী তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
এ বিষয়ে অ্যান্ডারসন বলেন, ভেতর থেকে একটা আওয়াজ আমায় বলে আমি এখনও খেলা চালিয়ে যেতে পারি। এর আগে, আমি কোনো দিন আইপিএলে খেলিনি। এই অভিজ্ঞতাটাই আমার নেই। একাধিক কারণে আমার মনে হয় ক্রিকেটার হিসেবে আমার এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।
বর্তমানে ইংল্যান্ডের জাতীয় দলের মেন্টরের দায়িত্বে থাকা অ্যান্ডারসন বলেন, আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।
আইপিএলে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা অ্যান্ডারসনের নূ্ন্যতম মূল্য রাখা হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা। তবে তার ভাগ্যে নির্ধারণ হবে ২৪ ও ২৫ নভেম্বরের মেগা নিলামে।