ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে লাফিয়ে উঠে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন।
এর পর গুজরাট টাইটান্সের মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল। তার পরিবর্তে ফিল্ডিংয়ে নেমেছিলেন সাই সুদর্শন।
জানা গেছে, হাঁটুর ইনজুরির কারণে আইপিএল-২০২৩ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনি ভারত ছেড়ে শিগগিরই দেশের বিমান ধরবেন।
আরও পড়ুন: টেস্ট অনুশীলনে নেই সাকিব
তার ইনজুরির বিষয়ে এক বিবৃতি দিয়ে গুজরাট টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলানকি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই ইনজুরির কারণে কেনকে হারানোটা আমাদের জন্য সত্যিই দুঃখের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
দেশে ফিরে ক্রিকেট নিউজিল্যান্ডের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এ অধিনায়ক। তার ইনজুরিতে পরার বিষয়টিকে নিউজিল্যান্ডের জন্য বিরাট ধাক্কা বলে উল্লেখ করেছেন কিউই কোচ গ্যারি স্টিড।