বিশ্ব ভ্রমণ শুরু করেছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, যাতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই আইসিসির এমন উদ্যোগ।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর: পাকিস্তান (১৬-২৫ নভেম্বর), আফগানিস্তান (২৬-২৮ নভেম্বর), বাংলাদেশ (১০-১৩ ডিসেম্বর), দক্ষিণ আফ্রিকা (১৫-২২ ডিসেম্বর), অস্ট্রেলিয়া (২২ ডিসেম্বর-৫ জানুয়ারি), নিউজিল্যান্ড (৬-১১ জানুয়ারি), ইংল্যান্ড (১২-১৪ জানুয়ারি), ভারত (১৫-২৬ জানুয়ারি), পাকিস্তান (২৭ জানুয়ারি থেকে)
আরও পড়ুন: পর্দা উঠল ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের
শনিবার (১৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর। আজ নিয়ে যাওয়া হবে ঐতিহ্যবাহী স্থান তক্ষশীলা ও খানপুরে। ট্রফি প্রদর্শনীর শুরুর দিকে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের পর টুর্নামেন্টে অংশ নিতে চলা বাকি দেশগুলোতেও হবে ট্রফি প্রদর্শনী। দেশগুলো ঘুরে ট্রফিটি আয়োজক দেশ পাকিস্তানে ফিরবে আগামী বছরের ২৭ জানুয়ারি।
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দল হওয়ায় স্বাভাবিকভাবে এখানেও ট্রফি নিয়ে আসা হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হবে আগামী ১০-১৩ ডিসেম্বর। তবে এই চার দিন ট্রফি শুধু রাজধানী ঢাকাতেই থাকবে নাকি দেশের অন্য কোনো স্থানে নিয়ে যাওয়া হবে, তা এখনো জানা যায়নি।