দক্ষিণ আফ্রিকা – শ্রীলংকার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২ -০ তে সিরিজ হেরে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের তৃতীয়তে নেমে গেছে। এর আগে প্রোটিয়ারা ১১০ পয়েন্ট নিয়ে টেস্ট সিরিজটি শুরু করলেও ম্যাচ হারার পর তাদের পয়েন্ট কমে ১০৫ এ গিয়ে দাঁড়িয়েছে।
এদিকে নিউজিল্যান্ড প্রোটিয়াদের টপকে ১০৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছে। আর তাই কিউইদের তাদের অবস্থান ধরে রাখতে হলে আগামী ২৮ ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে কিউইদের জয় নিশ্চিত করতে হবে।
এদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শ্রীলংকার পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩। যদিও, ৪ পয়েন্ট বাড়ার পর শ্রীলংকা এখনো ষষ্ঠ অবস্থানেই আছে।
তালিকার শীর্ষে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান ভিরাট কোহলির ভারতের। চতুর্থ এবং পঞ্চমে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১০৪) এবং ইংল্যান্ড (১০৪)। আর বাংলাদেশের অবস্থান নবমে। তাদের রেটিং পয়েন্ট ৬৯।
শীর্ষ ১০ টেস্ট দলঃ
১। ভারত- ১১৬
২। নিউজিল্যান্ড- ১০৭
৩। দক্ষিণ আফ্রিকা- ১০৫
৪। অস্ট্রেলিয়া- ১০৪
৫। ইংল্যান্ড- ১০৪
৬। শ্রীলঙ্কা- ৯৩
৭। পাকিস্তান- ৮৮
৮। উইন্ডিজ- ৭৭
৯। বাংলাদেশ- ৬৯
১০ জিম্বাবুয়ে- ১৩