আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ৩৬ বছর বয়সী জয় শাহ ১ ডিসেম্বর সাবেক সভাপতি গ্রেগ বার্কলের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে দায়িত্ব ছাড়ার আগে জয় শাহকে নিয়ে সতর্কবার্তা দিলেন বার্কলে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহকে নিয়ে সতর্কবার্তা দিয়ে সাবেক সভাপতি বার্কলে বলেন, ‘সে যে ভিত্তি পেয়েছে, আমি মনে করি, সেখান থেকে তার সামনে খেলাটিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার বড় সুযোগ। কিন্তু খেলাটিকে ভারতের কবজায় নিয়ে গেলে চলবে না। আমরা সত্যিই ভাগ্যবান যে সব দিক থেকেই ভারত খেলাটির জন্য বিশাল অবদান রাখছে। অন্যদিকে একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব অন্য অনেক অর্জনকে নষ্ট করে দিতে পারে, যা খেলাটিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার দিক থেকে সহায়ক নয়।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৫ ডিসেম্বর)
বার্কলে আরও বলেন, ‘আন্তর্জাতিক মহলে ভারতকে আরও বেশি সম্পৃক্ত করার ক্ষমতা জয় শাহর আছে। সবাইকে একত্র করতে এবং ক্রিকেটকে আরও বিকশিত করতে ভারত সাহায্য করতে পারে, এমন অনেক বিষয় রয়েছে। উদাহরণস্বরূপ কম কর বা খরচের সুবিধা নিতে বিদেশে তারা একটি বাণিজ্যিক কার্যক্রম স্থানান্তর করতে পারে, তাদের দলগুলোকে ছোট ও উদীয়মান দলের বিপক্ষে খেলার সুযোগ করে দিতে পারে, এ ছাড়া সদস্য দেশগুলোকে লাভবান করে তুলতে তাদের প্রভাবকে কাজে লাগিয়ে আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে এবং নতুন অঞ্চল ও বাজার খুলতে পারে।’