নিউক্যাসল ইউনাইটেড এর বিরুদ্ধে গেলোরের হ্যাটট্রিক দিয়ে আবারো জয়ের পথে ফিরেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইতিহাদ স্টেডিয়ামে লিগ টেবিলের নিচের দিকের দল নিউক্যাসলকে ৩-১ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। ইপিএলে ঘরের মাঠে এই নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইলো দলটি। এবারের লিগে প্রথম ২২ ম্যাচে অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিভারপুলের মাঠে ৪-৩ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকা সিটি গোলের দেখা পায় ৩৪তম মিনিটে। কেভিন ডি ব্রুইনের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান আগুয়েরো। ৬৩তম মিনিটে সফল স্পট কিকে থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি।
চার মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে আসা গোলরক্ষক এদেরসনের উপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জ্যাকব মার্ফি। ৭০তম মিনিটে তৃতীয় গোল পেতে পারতো স্বাগতিকরা। কিন্তু লেরয় সানের শট পোস্টে লাগে।
৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি জয়টাও নিশ্চিত করেন আগুয়েরো। কয়েক জনের বাধা কাটিয়ে সানের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে গোলটি করেন তিনি। চলতি মৌসুমে লিগে আগুয়েরোর এটা ১৬তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল। ২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
বার্নলিকে একমাত্র গোলে হারানো ম্যানচেস্টার ইউনাটেড ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। দিনের প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া চেলসি ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ৩ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে টটেনহ্যাম হটস্পার।
দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল ।