ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে শিরোপার দৌড়ে টিকে থাকতে লন্ডন ডার্বির হাইভোল্টেজ ম্যাচে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় স্টামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে।
তবে সম্প্রতি সময়টা ভালো কাটছে না মিকেল আর্তেতার শিষ্যদের। গেলো সপ্তাহে নিউক্যসেল ইউনাইটেডের বিপক্ষে হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও সেই হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। সেই সঙ্গে ইনজুরির কারণে চেলসির বিপক্ষে কাই হাভার্টজ, মিকেল মেরিনো, ডেকলাইন রাইসকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
এ নিয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘ডেকলাইন রাইসের ইনজুরি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। একই অবস্থা কাই হাভার্টজের ক্ষেত্রে। তারা যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠে তাহলে অবশ্যই স্কোয়াডে থাকবে। তবে মিকেল মেরিনোকে আমরা পাচ্ছি না। আর ওডেগার্ড গেলো ম্যাচেই ফিরেছে। স্টামফোর্ড ব্রিজের জন্য সে পুরোপুরি প্রস্তুত। এই ম্যাচটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ কঠিন এবং তাদের মাঠেই খেলা। ছেলেরা জয়ের জন্যই খেলবে।’
আরও পড়ুন: আনচেলত্তির কাছে স্পেশাল যে ৩ শিরোপা
অন্যদিকে, চলতি মৌসুমেই ঘুরে দাঁড়িয়েছে চেলসি। নিজেদের মাঠে যেকোনো মূল্যে জয় তুলে নিতে চায় চেলসি।
চেলসি কোচ এনজো মারেস্কা বলেন, ‘এই ম্যাচে পালমারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। আর্সেনালের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’