ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন টাইগাররা।
আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।
তবে স্কোয়াডের দুই সদস্য পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ভিসা জটিলায় এখনো দেশেই আটকে আছেন। এ কারণে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের একাদশ নির্বাচন করতে হচ্ছে ১৩ সদস্যের স্কোয়াড থেকেই।
সংযুক্ত আরব আমিরাতের স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের হাতে স্পিনার বলতে আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জশ ইংলিশ
প্রথম ওয়ানডেতে দল কেমন হবে তা এখনও নিশ্চিত করেনি দুই দল। তবে বাংলাদেশের একাদশ অনেকটাই নিশ্চিত।
এক নজরে দেখে নিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।