সামনের এএফসি কাপ ঘরে তোলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডে।এশিয়ান কোটায় খেলোয়াড় নিচ্ছে; এই প্রথমবারের মতো আবাহনীর এশিয়ান কোটার খেলোয়াড় হিসেবে খেলতে আসছেন জাপানের সেইয়া কোজিমা।
এর আগে কোজিমা থাইল্যান্ডের রয়্যাল নেভি দলে খেলতেন। উল্লেখ্য এএফসি কাপের বাইলজ অনুযায়ি কোন দল চারজন বিদেশি খেলোয়াড় খেলাতে চাইলে একজন বিদেশী অবশ্যই এশিয়ার কোন দেশের হতে হবে। এশিয়ান কোটার খেলোয়াড় না থাকায় এর আগে ছয়টি এএফসি কাপে তিন বিদেশি নিয়ে খেলতে হয়েছে আবাহনীকে। কিন্তু এবার ভাল ফলাফলের প্রত্যাশায় আবাহনী এএফসি কাপে দলের শক্তি বৃদ্ধি করছে।