হাতের আঙুলে চোট পাওয়ার ফলে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। এরই মধ্যে আরও এক দুঃসংবাদ পেল টাইগাররা।
আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলবে না, যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ছাড়াও ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টেস্ট সিরিজের পরই শুরু হবে সাদা বলের লড়াই। তাই টেস্ট সিরিজ শেষ হওয়ার আগে সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।