বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নামবে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
এই ম্যাচে ঘরোয়া লিগের নির্বাসন কাটিয়েছেন অনেক আগেই কাল উঠছে বিপিএলে খেলার প্রতি আশরাফুলের নির্বাসন। এবারের আসরে তিনি চিটাগং ভাইকিংসের জার্সি গায়ে মাঠে নামবেন। প্রায় ৬ বছর পর আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন তিনি। তাই শনিবার তার উপর সকলেরই নজর থাকবে।
রংপুরের হয়ে এই ম্যাচে খেলছেন না ক্রিস গেইল। শনিবার সকালেই তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় পৌঁছান। দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন এই মারকুটে ব্যাটসম্যান।
চিটাগং ভাইকিংস স্বোয়াডঃ শেহেজাদ. ডেলপোট, আশারাফুল, মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহি, ফ্রিলিঙ্ক, মোসাদ্দেক হোসেন, নাইম হাসান, সিকান্দার রাজ, সানজামুল ইসলাম ও খালিদ আহম্মেদ।
রংপুর রাইডার স্বোয়াডঃ মেহেদি মারুফ, এ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন রাইলি রুসো, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, রবি বোপারা, মাশরাফি মুর্তজা (কি), সোহাগ গাজী, হাওয়েল।