-7.9 C
New York
Thursday, January 23, 2025

Buy now

আসন্ন বছরে আর্জেন্টিনার যত সূচি

২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে যেন মাটিতে পা পড়ছে না আর্জেন্টিনার। শুধু বিশ্বকাপের জয়ই নয় তাদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলছে র‍্যাঙ্কিংয়েও। টানা দ্বিতীয়বার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই ২০২৪ সালকে বিদায় জানাতে প্রস্তুত আলবিসেলেস্তেরা।

আসন্ন বছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইনদের ব্যস্ততা থাকবে মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব নিয়েই। কনমেবল অঞ্চলদের প্রতিটি দেশ এখন পর্যন্ত বছাইপর্বের ১২টি করে ম্যাচ খেলেছে। যেখানে টেবিলের শীর্ষ অবস্থান করছেন লিওনেল মেসিরা। ৮ জয়, ৩ পরাজয় আর ১ ড্রতে তাদের পয়েন্ট ২৫।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর)

২০২৫ সালের মার্চে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। ২১ মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ হবে উরুগুয়ের মাঠে। এর চারদিন পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা।

এরপর জুন এবং সেপ্টেম্বররে বাছাইপর্বের আরও দুটি করে ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে। এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে এখনো তেমন কোনো সূচি নির্ধারিত হয়নি।

আরও পড়ুন: শেষ মুহূর্তে রাজশাহীর চমক, দলে ভেড়াল নতুন তারকা

এক নজরে দেখে নিন ২০২৫ সালে আর্জেন্টিনার সূচি-
২১ মার্চ (শুক্রবার): উরুগুয়ে-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব)
২৬ মার্চ (বুধবার): আর্জেন্টিনা-ব্রাজিল (বিশ্বকাপ বাছাইপর্ব)
৫ জুন (বৃহস্পতিবার): চিলি-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব)
১০ জুন (মঙ্গলবার): আর্জেন্টিনা-কলম্বিয়া (বিশ্বকাপ বাছাইপর্ব)
১০ সেপ্টেম্বর (বুধবার) : আর্জেন্টিনা-ভেনেজুয়েলা (বিশ্বকাপ বাছাইপর্ব)
১৫ সেপ্টেম্বর (সোমবার): ইকুয়েডর-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব)

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles