বয়স ছাড়িয়ে গেছে ৩৯। সঙ্গে ফর্মহীনতা। অনেকেই ক্রিস গেইলের শেষটা দেখে ফেলেছিলেন। কিন্তু ফুরিয়ে যাননি ক্যারিবীয় ব্যাটিং দৈত্য। ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সিতে এখনো কিছু দেওয়ার বাকি আছে তার।ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচে ৩৯ ছক্কা হাকিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড।
এক সিরিজে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডসহ,দ্বিপাক্ষিক, ট্রাই-সিরিজ, বিশ্বকাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ, যেকোন আইসিসি ইভেন্ট সব মিলিয়েই এক সিরিজে সর্বোচ্চ ছয়ের রেকর্ড এখন ক্রিস্টোফার হেনরি গেইলের।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে গেইল ১৩৫(১২৯) রান করেন,যার মধ্যে ছিল ১২ টি ছয়। দ্বিতীয় ম্যাচে করেন ৫০(৬৩) রান। হাকিয়েছেন ৪ টি ছক্কা। তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। চতুর্থ ওয়ানডেতে করেন ১৬২(৯৭) রান। হাকান ১৪ টি ছক্কা। আর সবশেষ ওয়ানডেতে রেকর্ড গড়া ফিফটিতে ৯ ছক্কায় করেন ৭৭(২৭) রান।
সব মিলিয়েও ৩৯ ছক্কা হাঁকিয়ে আইসিসির যেকোনো ইভেন্টে বা সিরিজে ব্যাক্তিগতভাবে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর রেকর্ড করেন।