সম্প্রতি সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের ইতিহাসে ফিফার কাছ থেকে আয়োজক হিসেবে সবচেয়ে বেশি নম্বর পেয়েই গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
পাশ্চাত্যের বহু দেশের আপত্তি থাকার পরেও ফিফা সৌদি আরবকে ৫ এর মধ্যে ৪.২ দিয়েছে। যা ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাজজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৩ ডিসেম্বর)
ফিফার বিবৃতি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছে যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষী এই বিশ্বকাপের শুরুর ৩ ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হওয়ার কথা রয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজক স্বত্ব ঘোষণা করবে ১১ ডিসেম্বর।