জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীন অনুশীলনের সময় চোট পেয়েছেন। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের প্রস্তুতিতে ব্যাটিং অনুশীলনের সময় পেশিতে টান লাগে এই পেস অলরাউন্ডারের।
সোমবার পিঠে চোট পাওয়ার পর ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খেলা হচ্ছেনা চতুর্থ রাউন্ড। যেখানে শীর্ষস্থান ধরে রাখতে আবাহনীর প্রতিপক্ষ দুর্বল শাইনপুকুর। সাব্বির, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন, নাজমুল অপুদের ফর্ম স্বস্তিতে রাখছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
সাইফুদ্দীন ইনজুরি নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন বলে গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়। ফিল্ডিংয়ের সময় লম্বা থ্রো করতে হাতের পেশিতে ব্যাথা অনুভব করতেন তিনি। তবে এবার পিঠের ইনজুরিতে চতুর্থ রাউন্ড থেকে মাঠের বাইরে ছিটকেই গেলেন তিনি।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের। তবে, এই রাউন্ডে আবাহনীর শিবির থেকে ইনজুরির জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীন। এই ম্যাচে আবাহনী টসে জিতে ফিল্ডিং নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাইনপুকুর ৩৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে।