বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে হাতের কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। এরপর দেশে ফিরে করিয়েছিলেন অস্ত্রপচার। উদ্দেশ্য ছিল ইংল্যান্ড বিশ্বকাপের আগে নিজেকে সম্পূর্ণ ফিট রাখা। অবশেষে সেই ইনজুরি কাটিয়ে অনুশীলনে নেমে পড়লেন প্রাক্তন অজি অধিনায়ক।
জানুয়ারিতে লিগামেন্ট সমস্যায় পড়ার পর ইনজুরি কাটিতে বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো অনুশীলন করলেন স্মিথ। নিজের ব্যাটিং অনুশীলনের ছবি স্মিথ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও। যেখানে নেটের অনুশীলনে যথেষ্ট সাবলীল দেখায় স্মিথকে।
ভিডিও শেয়ার করে স্মিথ লেখেন, ‘কনুইয়ের সমস্যা মিটেছে। নেটে ফিরে দারুণ লাগছে।’
বৃহস্পতিবার স্মিথের সঙ্গে সিডনির নেটে হাজির ছিলেন ওয়ার্নারও। তিনিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসরের মাঝখানে ইনজুরিতে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন। এরপর অস্ত্রপচারে ইনজুরি কাটিয়ে স্মিথের আগেই অনুশীলন শুরু করেছেন তিনি।
আগামী ২৯ মার্চের পর নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আর কোনও সমস্যা থাকবে না প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং তাঁর ডেপুটি ডেভিড ওয়ার্নারের।
অন্যদিকে নির্বাসন কাটিয়ে ওঠার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্মিথ-ওয়ার্নারকে পেতে সমস্যা হবে না অস্ট্রেলিয়ার। তবে এ প্রসঙ্গে বলতে গিয়ে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ‘পাকিস্তান সিরিজের জন্য তাদের পাওয়া গেলেও প্রাথমিক ভাবে দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা হয়েছে দলের অন্দরমহলে। তাই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান সিরিজের বদলে আইপিএলে তাঁদের দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’